খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ অগাস্ট, কলকাতাঃ ডার্বির আগে বিরাট জয় মোহনবাগানের। বৃহস্পতিবার ঘরের মাঠে এফসিআইকে ৫-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন। এফসিআইকে হারিয়ে পয়েন্ট তালিকায় কালীঘাট মিলন সঙ্ঘ ও ডায়মন্ড হারবার ক্লাবকে টপকে শীর্ষে চলে গেল সবুজ-মেরুন।
এদিন গোল করেন রাজ, ভিয়ান, নাওরেম, দীপেন্দু এবং টাইসন। ম্যাচের ২৭ মিনিটে রাজ বাসফোর গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। কর্নার থেকে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেনি এফসিআই। এফসিআই রক্ষণের দুর্বলতায় বল পান সবুজ-মেরুনের দীপেন্দু।
তাঁর কাছ থেকে বল পেয়ে গোল করেন রাজ বাসফোর। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। পাঁচ মিনিট পরেই ফের গোল করার সুযোগ হাতছাড়া করে সবুজ-মেরুন শিবির। লালরিনলিয়ানার শট কোনওক্রমে বাঁচান এফসিআই-এর গোলকিপার। বিরতির ঠিক আগে ২-০ করেন ভিয়ান।
বিরতির পরে ব্যবধান আরও বাড়ায় সবুজ-মেরুন। ৫৭ মিনিটে নাংদোম্বা নাওরেম ৩-০ করেন। দুরন্ত হেডে দীপেন্দু ৪-০ করার পরে টাইসন ৫-০ করেন। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট মোহনবাগানের। বড় ব্যবধানে জিতলেও এদিন সেই চেনা ছন্দে দেখা যায়নি সবুজ মেরুন ফুটবলারদের ।
তবে ডার্বির আগে বড় জয়ের পাশাপাশি ক্লিনশিট রাখতে পেরে খুশি বাস্তব রায়। তিনি বলেন, ‘টেবিলের শীর্ষে পৌঁছে গেলাম। ডার্বির আগে এই বড় জয়ে অনুপ্রাণিত হবে সমর্থকরা।’ ডুরান্ড কাপে পাঞ্জাব এফসি ম্যাচের পর এদিনও সেরা অভিষেক সূর্যবংশী। ম্যাচের ৮৭ মিনিটে এফসিআই-এর দীপ বাগ দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন। ফলে ম্যাচের শেষ লগ্নে এফসিআই ১০ জনে হয়ে যায়।