বাংলাদেশ আর্মিকে ৫ গোলে উড়িয়ে ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের

0
21

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, কলকাতাঃ বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করল মোহনবাগান।  বিরতিতেই মোহনবাগান এগিয়ে ছিল ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে সবুজ-মেরুন। এদিন ডুরান্ড কাপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফুটবলে শট মেরে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ছিলেন আর্মি স্টাফের প্রধান জেনারেল মনোজ পাণ্ডে এবং ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফট্যানেন্ট জেনারেল রানা প্রতাপ কালিটা। অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান মমতা।

খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় মহনবাগান সুপার জায়ান্টস। দ্বিতীয় গোল আসে মনবীর সিংয়ের পা থেকে পেনাল্টিতে।  ৪০ মিনিটে সবুজ মেরুন দলে পক্ষে তৃতীয় গোলটি করেন সুহেল ভাট। চতুর্থ গোলটি করেছেন হামতে। নির্ধারিত ৯০ মিনিটের কিছু আগে বিজয়ী দলের পক্ষে গোল দিয়েছেন জামশেদ নাসিরির পুত্র কিয়ান।

এ বারের প্রতিযোগিতায় তরুণ দল নামিয়েছে বাগান। সিনিয়র দলের মাত্র তিন জন ফুটবলার রয়েছেন। অন্য দিকে বাংলাদেশ ম্যাচে কোনওসময়ই সুবিধে করতে পারেনি। ম্যাচের প্রথম হাফেই লাল কার্ড দেখেন বাংলাদেশের মিজানুর। পরে বাকি ম্যাচটা দশজনে খেলতে হয় তাদের।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৬ অগাস্ট। সেই ম্যাচেও তারা হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। এদিন গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান। পরের ম্যাচে পঞ্জাবের মুখোমুখি হবে মোহনবাগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here