খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতাঃ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বারের ডুরান্ড কাপ। আগামীকাল এই টুর্নামেন্টের উদ্বোধন হতে চলেছে যুবভারতীতে। প্রথম দিনই মাঠে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি। আগামীকাল ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটা নাগাদ।
উপস্হিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও অনুষ্ঠানে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে ও সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা।
জানা গিয়েছে, বিকাল পাঁচটা থেকে আধঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যরা মার্শাল আর্ট প্রদশর্নসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। তারপর দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব সারবেন মুখ্যমন্ত্রী। বিকেল পৌনে ৬টা থেকে শুরু ম্যাচ।
কলকাতা লিগে মোহনবাগানের যে দল খেলছে, সেই দলের সঙ্গে কিছু সিনিয়র ফুটবলারকে যোগ করে দল নামাবে মোহনবাগান। তবে ডুরান্ড কাপে নামার আগে কোচ বাস্তব রায় মেনে নিয়েছেন, প্রতিযোগিতা যথেষ্ট কঠিন। মোহনবাগান ‘গ্রুপ অফ ডেথ’-এ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বাস্তব আরও বলেছেন, “মোহনবাগান যেখানেই খেলতে নামে সেখানেই চ্যাম্পিয়ন হতে চায়। সিনিয়র ফুটবলারদের মধ্যে যাঁরা অনেক দিন অনুশীলন করছে তাঁরা প্রায় তৈরি। যুব দল কলকাতা লিগে খেলছে। সব মিলিয়েই দল নামাব।”
পাশাপাশি তিনি এও জানিয়েছেন, “বাংলাদেশ আর্মি যথেষ্ট শক্তিশালী দল। ওরা ইন্ডিপেন্ডেন্স কাপ জিতে খেলতে এসেছে। বেশ কিছু ভাল ফুটবলারও রয়েছে। তবে আমরাও কলকাতা লিগে অপরাজিত।”