খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, মাথাভাঙ্গাঃ মাথাভাঙ্গা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শিববাড়ির মোড় এলাকায় এটিএম এর সামনে থেকে একটি বাইকের রাখা টাকা সমেত ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠল।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা রফিজুল মিয়া ব্যবসায়িক কাজের জন্য এক লক্ষ আশি হাজার টাকা স্থানীয় একটি বেসরকারি ব্যাংক থেকে তোলেন। এক জায়গায় পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করেন, এরপরে আরো কিছু টাকা তোলার প্রয়োজন হলে তিনি শিববাড়ি এলাকার একটি এটিএমএ যান। সেইসময় বাকি ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং চেক বই সহ একটি ব্যাগ তার বাইকে ছিল। এটিএম থেকে বেরিয়ে এসে তিনি সেই টাকা সহ ব্যাগ আর খুঁজে পান না।
পরবর্তীতে মাথাভাঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ব্যাংক সমেত আশে পাশে থাকা বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে এবং দুষ্কৃতী ধরা পড়বে।