জলপাইগুড়ি, ২ আগস্ট : বর্তমানে জলপাইগুড়ি শহরে অধিকাংশ রাস্তাই বেহাল। রাস্তা দিয়ে চলাফেরা করলে পাউডার ফ্রি মানে ধুলো ফ্রি৷ বলছেন পথ চলতি মানুষরা। যদিও এদিন দুপুর ১ টা নাগাদ আশার আলো শোনালেন পৌরসভা চেয়ারম্যান পাপিয়া পাল। তার দাবি, পূজার আগে প্রায় ৪ কোটি ব্যায়ে সংস্কার হবে বেশ কিছু রাস্তা। যদিও পুজোর আগেই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন পৌরসভা বলে চেয়ারপার্সন পাপিয়া পাল জানান।
স্থানীয়দের অভিযোগ, নেতাজী পাড়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে পোস্ট অফিস মোড় থেকে পুলিশ লাইন সহ শহরের কমবেশি প্রায় ২৫ টি ওয়ার্ডেরই রাস্তার বেহাল। জায়গায় জায়গায় খানা খন্দে ভরা। যার ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। অন্নদিকে বয়স্ক মানুষদের চলাফেরা করতে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পূজার আগে তাদের এই রাস্তাগুলি মেরামত করা হলে ভালো হবে তাতে তারা খুব খুশি।