কেন্দ্রের সাথে জীবন সিংহের শান্তি আলোচনা দ্রুত শেষ করার দাবিতে আন্দোলনে আকসু

0
23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, ময়নাগুড়ি:
কেন্দ্রের সাথে শান্তি আলোচনা করার জন্য গত কয়েকমাস আগে মূল স্রোতে ফিরে আসেন কেএলও চিফ জীবন সিংহ। কিন্তু দীর্ঘ কয়েক মাস কেটে গেলও এখনও সেই বৈঠক সম্পন্ন হয়নি বলে অভিযোগ। কেন্দ্রের সঙ্গে জীবন সিংহের শান্তি আলোচনা দ্রুত শেষ করার দাবিতে এবার আন্দোলনের পথে অল কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন।

শুক্রবার সংগঠনের তরফে ময়নাগুড়ির আসাম মোড় এলাকায় শান্তিপূর্ণভাবে অনশনে বসা হয়। এদিন এই বিক্ষোভ বসার কথা ছিল দুপুর ১টা নাগাদ। কিন্তু তার আগেই সংগঠনের প্রস্তুতি পর্বেই পুলিশ দিয়ে তা আটকে দেন বলে অভিযোগ সংগঠনের। সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীদের পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন।

তারা জানান, তাদের সেই অবস্থান বিক্ষোভ থানাতেও জারি থাকবে। সংগঠন সূত্রে জানা যায়, আকসুর কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এই অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মূলত কেন্দ্রের সাথে কেএলও চিফ জীবন সিংহের সাথে যে শান্তি বৈঠক হওয়ার কথা ছিল তা ১৫ ই আগস্ট এর আগে শেষ করতে হবে। সেই দাবিতেই এই বিক্ষোভ দেখানো হয় শুক্রবার।

কিন্তু দুপুর ১ টার আগেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদের বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারা কথা না মানায় পুলিশ বাধ্য হয়ে সংগঠনের বেশ কিছু কর্মী ও নেতাদের আটক করেছেন বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here