মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন, বিএসপি সাংসদ দানিশ আলিকে সাসপেন্ড মায়াবতীর

64

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ ডিসেম্বর, নয়াদিল্লিঃ দলবিরোধী কাজের অভিযোগে সাংসদ দানিশ আলিকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে বিজেপি যখন থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে, তখন থেকেই মহুয়ার পাশে দাঁড়িয়েছেন দানিশ। লোকসভার এথিক্স কমিটির অন্যতম সদস্য হিসাবেও মহুয়া সংক্রান্ত বিতর্কে সরাসরি বিজেপি এবং কমিটির প্রধান বিনোদ সোনকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

মহুয়ার সঙ্গেই আলোচনার মাঝপথেই তাঁকে বৈঠক থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল। তাঁকেই মাস খানেক আগে লোকসভার অন্দরে হেনস্থা করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস। তার পর থেকেই কংগ্রেসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছিল। তবে ঠিক কোন কাজের জন্য দানিশকে সাসপেন্ড করা হয়েছে তা স্পষ্ট করে বলা না হলেও মনে করা হচ্ছে দানিশের সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠতা এর অন্যতম কারণ।

মহুয়া মৈত্রের লড়াইয়েও দানিশ আগাগোড়া পাশে ছিলেন, যা চাননি মায়াবতী। দানিশকে সাসপেন্ড করার চিঠিতে বিএসপি-র তরফে লেখা হয়েছে, “দলের নীতি, আদর্শ, শৃঙ্খলার বিরুদ্ধে মন্তব্য এবং কাজ করার জন্য আপনাকে একাধিক বার সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও আপনি দলবিরুদ্ধ কাজ করে গিয়েছেন। উত্তর প্রদেশের আমরোহা থেকে বহুজন সমাজ পার্টির টিকিটে জিতে ২০১৯ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হন দানিশ। কিন্তু সংসদে বিজেপি সাংসদের কুরুচিকর আক্রমণের সামনে পড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। সেপ্টেম্বর মাসে চন্দ্রযান-৩ মিশন নিয়ে আলোচনার সময় বিজেপি সাংসদ বিধুরি দানিশের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন।

যদিও সেই মন্তব্যের জন্য সংসদীয় কমিটির কাছে ক্ষমা চেয়েছেন বিজেপি সাংসদ। শুক্রবার মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কারের পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দানিশ। তাঁর গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, “ভিকটিমকে কালপ্রিটে পরিণত করবেন না।” দানিশ কংগ্রেসে বা সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলেই রাজনৈতিক মহলে জল্পনা।