কোচবিহার, ১৭ জানুয়ারিঃ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হল ঘুঘুমারি হাই স্কুলের মাঠে। এদিন কোচবিহার ঘুঘুমারি হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিটির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক, কোতোয়ালি থানার আইসি তপন পাল, ওই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
জানা গেছে, গতানুগতিক ধারায় ঘুঘুমারি হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান করে আসেন। সেই মতো বছর শেষে প্রতি বছরের মতো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় সকাল ১০টা নাগাদ। এদিন ওই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন তিনি সেখানে বক্তব্য দিতে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু নীতি কথা শোনান। এবং ছাত্রছাত্রীদের খেলাধুলার পাশাপাশি ভাল করে পড়াশুনা করার পরামর্শ দেন তিনি। এবং সাংস্কৃতিক জগতের সাথে ভালোভাবে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।