খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, মালদা: ফুলহার নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে রাজ্যের সেচ দপ্তরকে বিঁধলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। বুধবার হরিশ্চন্দ্রপুরের ভাঙন কবলিত এলাকা ঘুরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি।
বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, নদীতে বাঁশ ও বালির বস্তা ফেলে সরকারি টাকা অপচয় করছে রাজ্য সরকার। এদিন হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা রশিদপুর, কাউয়াডোল, ভাকুরিয়া-সহ ভাঙন কবলিত একাধিক এলাকা নৌকায় চেপে পরিদর্শন করেন সাংসদ।
পরে তিনি জানান, রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে ভাঙন নিয়ে কোনও চিঠি দেওয়া হয়নি। এমনকি সেচমন্ত্রীর তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করলেন সাংসদ খগেন মুর্মু। তিনি আরো জানান, প্রশাসন রশিদপুর, কাউয়াডোল এলাকার বাসিন্দাদের থাকার ব্যবস্থা না করলে মালদা ডিএম অফিস ঘেরাও করবেন তাঁরা।