আমেরিকার প্রেসিডেন্ট পদে আজ শপথগ্রহণ ট্রাম্পের, উপস্হিত সস্ত্রীক মুকেশ আম্বানি

53

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২০ জানুয়ারি, ওয়াশিংটন: সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনের ভিতরে বসবে শপথগ্রহণ অনুষ্ঠানের আসর। দেশ-বিদেশের তাবড় রাষ্ট্রনেতা থেকে শুরু করে ধনকুবেররা এই অনুষ্ঠানে হাজির হবেন। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে সে দেশে পৌঁছে গেলেন ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানী ও তাঁর স্ত্রী নীতা অম্বানী।

ট্রাম্পের সঙ্গে তাঁদের ছবি সামনে এসেছে। ট্রাম্পকে তাঁরা অভিনন্দন জানিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ট্রাম্পকে অভিনন্দন জানাতে দু’দিন আগেই ওয়াশিংটন পৌঁছে যান মুকেশ ও নীতা।  আমেরিকায় পৌঁছেই ট্রাম্পের একটি ব্যক্তিগত অনুষ্ঠানেও যোগ দেন অম্বানী দম্পতি। সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছাও জানান তারা। পাশাপাশি, সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার আর্জি করেন তাঁরা।

জানা গেছে, ট্রাম্প পরিবারের তরফে ব্যক্তিগত অতিথি হিসাবে সোমবার শপথ গ্রহণের অনুষ্ঠানেও হাজির থাকবেন অনিল-নীতা। পাশাপাশি, ধনকুবের ইলন মাস্ক, জেফ বেজোসও ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। ট্রাম্পের শপথগ্রহণের পরে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে টিকিটের সর্বোচ্চ দাম ১০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দাম ৮ কোটি ৬৫ লক্ষ টাকা।

নৈশভোজের যে আয়োজন করা হয়েছে, তার মূল উদ্দেশ্য অর্থ সংগ্রহ। এর মাধ্যমে যে পরিমাণ টাকা হাতে আসবে হবে, তা নির্দিষ্ট একটি তহবিলে জমা হবে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ন্যূনতম দু’টি টিকিট কিনতে হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে অনেকে টিকিট কেটেও ফেলেছেন।ভারতীয় সময় অনুযায়ী, সোমবার রাত ১০.৩০টা থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সূচনা হবে। সেখানে বক্তৃতাও করবেন ট্রাম্প।

আমেরিকার চিফ জাস্টিস জন রবার্টস ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন। বায়ুসেনার বিমানও সেই উদযাপনে অংশ নেবে। তবে এই মুহূর্তে আমেরিকায় তীব্র ঠান্ডা। তাই খোলা আকাশের নীচে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন না করে, এবার নির্দিষ্ট কক্ষে শপথবাক্য পাঠ করবেন ট্রাম্প। ১৯৮৫ সালে রোনাল্ড রেগানই প্রথম নির্দিষ্ট কক্ষের মধ্যে শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে। ট্রাম্পও সেই নীতি অনুসরণ করছেন।