খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, কোচবিহার: শনিবার সকালে কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃত্যু হয়েছে মাধব বিশ্বাস নামে পোলিং এজেন্টের। তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে জখম বিজেপি প্রার্থীও। ওই বুথে তিনজন প্রার্থী রয়েছেন। একজন তৃণমূল, একজন বাম এবং আরেকজন বিজেপি।
বিজেপি প্রার্থী মায়া ভৌমিক সরকারের অভিযোগ, ব্যালট বাক্স চেক করার কাজ চলছিল। বোমাবাজি করতে করতে একদল তৃণমূল কর্মী বুথের ভেতরে ঢুকে যায়। বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস সেই সময় বুথ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বুথের সামনেই লুটিয়ে পড়েন মাধব। তৃণমূলের ফলিমারী অঞ্চল সভাপতি নারায়ণ বর্মণ বলেন, “বিজেপি নিজেদের মধ্যে গণ্ডগোল করেছে। তৃণমূলের কেউ জড়িত নয়।”