খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, উত্তর দিনাজপুর: বুথ চত্বরেই খুন হলেন তৃণমূল প্রার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের ১৯২ নম্বর বুথে। মৃত মহম্মদ শাহেনশা বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী।
জানা গিয়েছে, এদিন মহম্মদ শাহেনশা ভেবড়া এলাকার একটি বুথে পৌঁছতেই তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাকুলিয়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় মহম্মদ শাহেনশাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল পাঠানো হয়েছে দেহটি। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পর থেকেই বন্ধ ভোটগ্রহণ পর্ব। এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীরাই এই হামলার ঘটনা ঘটিয়েছে। যদিও কংগ্রেসের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।