খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, কলকাতা: মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা দেওয়ার দাবি জানালেন ডেবরার তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর।
শুক্রবার বিধানসভার অধিবেশনে এই দাবি তোলেন তিনি। হুমায়ুনের প্রশ্ন ছিল তফসিলি জাতি এবং উপজাতিদের মতো মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১০০০ টাকা দেওয়া হবে কিনা।
এবিষয়ে একটি ট্রাস্টের রিপোর্ট তুলে হুমায়ুন বলেন, মুসলিম মহিলারা আর্থিকভাবে পিছিয়ে আছেন। এবিষয়ে নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রাক্তন এই আইপিএস বলেন, ভোট প্রচারের সময় মুসলিম মহিলারা তাঁকে বলেছিলেন তাঁরা পাচ্ছেন ৫০০ টাকা কিন্তু তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পাচ্ছেন ১০০০ টাকা করে।
দলীয় বিধায়কের মুখে এহেন প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়ে যান অধিবেশনে উপস্থিত শাসকদলের মন্ত্রী এবং বিধায়কেরা। বিধানসভায় তাঁর সেই প্রশ্নের জবাব দেন রাজ্যের শিল্প বাণিজ্য তথা নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি হুমায়ুনের প্রশ্নের উত্তরে বলেন, ‘ধর্মীয়ভাবে এটা কখনই করা হয় না। প্রান্তিক মহিলাদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। বর্তমানে ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩৩ জন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে কোনও মাপকাঠি ছাড়াই সকলকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।’
তবে শশী পাঁজার বক্তব্য শোনার পর, বিধায়ক জানিয়েছেন, অন্তত ওবিসি মুসলমানদের জন্য এই বিষয়টি ভেবে দেখা হোক।