পঞ্চায়েত ভোটের আগে সবংয়ে বিজেপি বুথ সভাপতির রহস্যমৃত্যু, খুনের অভিযোগ

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার সবং থানার ৯ নম্বর বলপাই অঞ্চলের পানিথর বুথে এলাকায় দীপক সামন্ত (৩৫)-র দেহ উদ্ধার হয়। ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর ১১ টা নাগাদ বাড়ির মধ্যে দীপককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাঁরা জানান, সকাল ১০ টা পর্যন্ত স্বাভাবিক ভাবেই সবার সঙ্গে কথা বলেছেন দীপক। তারপরেই তাঁর দেহ মেলে। পানিথর বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন তিনি।

বিজেপির দাবি, দীপককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বারবার হুমকি দেওয়া হচ্ছিল, পাঠানো হয়েছিল সাদা থান, দাবি গেরুয়া শিবিরের। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই খুন! নিহতের পরিবারের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি মালিক মাইতি এবং শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা দীপককে প্রায়ই প্রাণে মারার হুমকি দিতেন। এমনকি বিজেপি করার অপরাধে গত এক বছর ধরে তাদের একঘরে করে রাখা হয়েছিল। পঞ্চায়েত ভোটের সময় বিজেপির হয়ে প্রচারেও বাধা দিয়েছিল তৃণমূল। দীপককে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হত তাঁর স্ত্রীকে। তার পরেই আজ দেহ উদ্ধার হল।

অভিযোগ অস্বীকার করে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপি এই নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।’’ খবর পেয়েই ঘটনাস্থলে সবং থানার পুলিশ পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

‘যে বিজেপি ঘুমিয়ে আছে, তাদেরকে ঘুমিয়ে থাকতে দিন, ঘুম ভাঙ্গালে তারা দাঙ্গা লাগাবে” বিস্ফোরক দাবি হিপ্পির

শীতলকুচি, ১৯ জানুয়ারিঃ “যে বিজেপি ঘুমিয়ে আছে, তাকে ঘুমিয়ে থাকতে দিন,কারন বিজেপি দাঙ্গাবাজ, তাই শীতলকুচিতে বিজেপিকে আর কোন কর্মসূচী...

রায়গঞ্জের দাবাং পুলিশের পাশে দাঁড়ালেন যোগী রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বনোয়ারি লাল ভার্মা

জলপাইগুড়ি, ১৯ জানুয়ারিঃ রায়গঞ্জের দাবাং পুলিশের পাশে দাঁড়ালেন যোগী রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বনোয়ারি লাল ভার্মা। শনিবার...

সেটেলমেন্ট কর্মচারী সমিতি উদ্যোগে মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হল কোচবিহারে

কোচবিহার, ১৯ জানুয়ারিঃ মিলন মেলা উৎসব অনুষ্ঠিত হল কোচবিহারে। এদিন কোচবিহার লিচু তলার মাঠে পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি...

৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তুফানগঞ্জ থানার পুলিশ

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: ৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তুফানগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে...