খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২১ জানুয়ারি, শ্রীনগর: অজানা রোগে মৃত্যুমিছিল চলছে জম্মু ও কাশ্মীরের বারহাল গ্রামে। জানা গিয়েছে, জ্বর, মাথায় যন্ত্রণা ও বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তারপরই ঢলে পড়ছেন মৃত্যুতে। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে এই অসুখে আক্রান্ত হয়ে। কিন্তু ঠিক কোন অসুখের প্রকোপে এতজনকে প্রাণ হারাতে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে রাজৌরি জেলার বারহাল গ্রামে গত ৭ ডিসেম্বর সেখানে মৃত্যু হয় একসঙ্গে ৫ ব্যক্তির। পরবর্তী সময়ে একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়। মা-বাবা-সহ ৬ সন্তান মারা যায় অজানা রোগে। গত রবিবার, ১৯ জানুয়ারি এক কিশোরীর মৃত্যু হলে সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭-তে।
ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক পুরো বিষয়টি খতিয়ে দেখতে ১১ সদস্যের এক কমিটি গঠন করেছে। কমিটির প্রতিনিধিরা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে কাশ্মীরের রাজৌরিতে পৌঁছেছেন বলে খবর। জম্মু ও কাশ্মীরের পুলিশও একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে, পিজিআই চণ্ডিগড়, দিল্লি এইমসের বিশেষজ্ঞরা কাশ্মীরের এই প্রান্তিক গ্রামে ইতিমধ্যেই পরিদর্শন সেরেছেন।
তাঁদের অনেকেই জানিয়েছেন, মৃতদের শরীরে মিলেছে নিউরোটক্সিন। তবে কোনও ব্যকটেরিয়া কিংবা ভাইরাসজাত সংক্রমণ পাওয়া যায়নি। সাপ, বিছের বিষে নিউরোটক্সিন থাকে। কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং কোনও কোনও গাছেও নিউরোটক্সিন মেলে। কৃত্রিমভাবেও সার, রাসায়নিকে এই ধরনের বিষ থাকতে পারে। জম্মূ ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও বারহাল গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন। আক্রান্তদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন। আশ্বাস দিয়েছেন, সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখার।