ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক মৃ*ত্যু ঘিরে রহস্য

20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ ফেব্রুয়ারিঃ এক হোস্টেল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ফুলঝোড় মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়।জানা যায়, দুর্গাপুরের নিউটউনশিপ থানার ফুলঝোড় মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে প্রথম বর্ষের বি.বি.এ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু।

জানা যায় তিনি পূর্ব বর্ধমানের আউসগ্রামের দাড়িয়াপুরের বাসিন্দা। মৃত পড়ুয়ার নাম রাজদীপ সরকার, বয়স আনুমানিক (১৮)বছর। মৃত পড়ুয়ার জেঠু চঞ্চল সরকার অভিযোগ করেন, কলেজের তরফে জানানো হয় আজ দুপুর ১টা ৩০ নাগাদ কলেজের হোস্টেলের ছাদ থেকে পড়ে গিয়েছে রাজদীপ। গুরুতর আহত অবস্থায় তাকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হাসপাতালে পৌঁছাতেই খবর পান মৃত্যু হয়েছে রাজদীপের।

হোস্টেলের ওই রুমে রাজদীপের সাথে থাকা আরো তিন সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ এবং হোস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে এবং তারা র্যা গিং এর অভিযোগও তুলেছেন। অন্যদিকে র্যা গিং এর অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।