রাজ্য পর্যটন নিগমের শীর্ষপদ থেকে অপসারিত নন্দিনী চক্রবর্তী, পরিবর্তে দায়িত্বে ইন্দ্রনীল

53

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, কলকাতা: পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল নবান্ন। পর্যটন দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নন্দিনীর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে।

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তবে নন্দিনী পর্যটন দপ্তরের প্রধান সচিবের কাজ চালিয়ে যাবেন। এর আগে নন্দিনী ছিলেন রাজ্যপালের প্রধান সচিব। কিন্তু কয়েক মাস আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে সরিয়ে দেন। যা নিয়ে সে সময় নবান্নের সঙ্গে রাজভবনের কিছুটা ঠান্ডা লড়াইও চলছিল।

যদিও পরে নন্দিনী চক্রবর্তীকে পর্যটন নিগমের শীর্ষপদে বসানো হয়। কিন্তু ঠিক কী কারণে ওই পদ থেকে সরানো হল, তা স্পষ্ট নয়। যদিও পর্যটন দপ্তরের দাবি, নন্দিনী চক্রবর্তীকে পদ থেকে সরানো একটি নিয়মমাফিক কাজ।