‘মণিপুর জ্বলছে আর প্রধানমন্ত্রী হাসছেন’, মোদিকে নিশানা রাহুলের

47

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ অগাস্ট, নয়াদিল্লিঃ মণিপুর ইস্যুতে দিল্লি থেকে সাংবাদিক সম্মেলনে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধি। মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। বিরোধীরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি করেছেন। অনেকেই মনে করেছিলেন বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসবে মণিপুর ইস্যু।

গতকাল প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, ‘মণিপুর জ্বলছে আর উনি (নরেন্দ্র মোদি) হাসছেন মজা করছেন।’ রাহুল এদিন আরও বলেন, ‘গতকাল সংসদে প্রধানমন্ত্রী ২ ঘণ্টা ১৩ মিনিট বক্তৃতা দেন। শেষে মণিপুর নিয়ে ২ মিনিট কথা বলেন তিনি। কয়েক মাস ধরে মণিপুর জ্বলছে, মানুষ মরছে, ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। কিন্তু প্রধানমন্ত্রী হাসছেন মজা করছেন। সেটা প্রধানমন্ত্রীর শোভা পায় না।’

রাহুল আরও বলেন, ‘ভারতীয় সেনা মোতায়েন করলেই দুদিনে মণিপুর শান্ত হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী সেটা করছেন না। ওনাকে বুঝতে হবে উনি আমাদের প্রধানমন্ত্রী। রাজনীতি বা রাজনৈতিক নেতার উর্ধ্বে চলে গিয়েছেন তিনি। সারা দেশবাসীর ভরসা উনি। উনিই আমার, আমাদের প্রতিনিধি। সস্তার রাজনৈতিক নেতার মত আচরণ দেখলে আমারই খারাপ লাগে।’

সাংসদ পদ ফিরে পেয়ে ১৩৬ দিন পর সংসদে পা রেখেছেন রাহুল গান্ধি। তারপর থেকেই তিনি মণিপুর ইস্যুতে একের পর এক বেনজির আক্রমণ করছেন প্রধানমন্ত্রীকে। সংসদে বক্তৃতা দেওয়ার সময় রাহুল বলেছিলেন, ‘ভারত মাতাকে মণিপুরে খুন করেছে বিজেপি সরকার’। এদিন সাংবাদিক বৈঠকেও একই কথা উল্লেখ করেন তিনি। রাহুলের কথায়, প্রধানমন্ত্রী অন্তত মণিপুর যেতে পারেন। কথা বলতে পারেন। কিন্তু তাঁর মধ্যে কোনও উৎসাহ দেখা যাচ্ছে না।