মোদির মুকুটে নয়া পালক, রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী

34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, মস্কো: রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তাঁকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য মোদির হাতে এই সম্মাননা তুলে দিলেন পুতিন।

মঙ্গলবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে ওই সম্মানে সম্মানিত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন।

তিনি সেখানে লেখেন.’ দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টেল পেয়ে সম্মানিত। আমি এটা দেশের মানুষকে উৎসর্গ করছি।’ মোদি তাঁর পোস্টে লেখেন,’আমি আপনাদের কাছে কৃতজ্ঞ রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে। এটা আমার সম্মান নয়, আমার দেশের ১৪০ কোটি মানুষের সম্মান।এটা রাশিয়া আর ভারতের গভীর বন্ধুত্ব আর আস্থার বোঝাপড়ার প্রতি সম্মান।’

মোদি এর আগে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ পেয়েছেন। প্রসঙ্গত, ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে সোমবার মস্কো পৌঁছেছিলেন মোদি। তাঁর স্বাগত জানাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল পুতিন সরকার। দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। মঙ্গলবারই রাশিয়া থেকে অস্ট্রিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।