জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসের সূচনা জলপাইগুড়িতে

36

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, জলপাইগুড়ি: শুরু হল এবছরের ৩১তম জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেস।
আজ জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পরিচালনায় ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো জলপাইগুড়ি জেলার প্রশিক্ষক শিক্ষক শিক্ষন কর্মশালা স্থানীয় স্টুডেন্ট হেলথ হোমের হল ঘরে।

এদিন জেলার ৩৬টি বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এবারকার মুখ্য বিষয় হলো ‘স্বাস্থ্য ও কল্যাণমুখী জীবন চর্চার জন্য বাস্তুতন্ত্র কে সঠিকভাবে জানা ও বোঝা’ যার অধীনে পাঁচটি উপ বিষয়ের উপর বিদ্যালয় স্তরে আগামী দিনে ছাত্রছাত্রীরা তাঁদের আশপাশের আর্থ সামাজিক ও পরিবেশগত সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্প রচনা করবে।

এই রচিত প্রকল্প নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা জেলা স্তরের কংগ্রেসে উপস্থাপনা করবে।
জেলায় নির্বাচিত আবার রাজ্যে এবং রাজ্যে নির্বাচিত জাতীয় স্তরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে আগামীদিনে। আজকের কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে এই সকল শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে দল গঠন করবেন।