প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮০তম জন্ম দিবস পালন করলো জাতীয় কংগ্রেস সেবা দল

20

কোচবিহার, ২০ আগস্টঃ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮০তম জন্ম দিবস পালন করলো জাতীয় কংগ্রেস সেবা দল। এদিন কোচবিহার জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গান্ধী ৮০তম জন্ম দিবস পালন করলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায়, কোচবিহার জেলা তপশিলি বিভাগের চেয়ারম্যান চন্দন রায় সহ আরও অনেকে।

জানা গেছে, প্রতি বছরের মতো এবছরও এই দিনটিকে নিষ্ঠার সাথে পালন করা হয়। এদিন জেলা কংগ্রেস পার্টি অফিসে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান প্রদান করা হয়। তারপর জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে স্টেশন চৌপথি সংলগ্ন এলাকায় তার স্থায়ী মূর্তিতে মাল্যদান করা হয়।

কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় বলেন,আজ রাজীব গান্ধির ৮০ তম জন্মদিন। সেই জন্মদিনে কোচবিহার জেলা কংগ্রেসের পার্টি অফিসের তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান প্রদান করা হয়। তারপর জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে স্টেশন চৌপথি সংলগ্ন এলাকায় তার স্থায়ী মূর্তিতে মাল্যদান করা হয়।