খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই: মালদা: এমবিবিএস কোর্স করার পর আর চিকিৎসক নয়। এই নিয়মে এবার পরিবর্তন নিয়ে আসল ন্যাশনাল মেডিকেল কমিশন। এবার থেকে সাড়ে চার বছরের সর্বভারতীয় স্তরে হবে এই পরীক্ষা। ন্যাশনাল এক্সিট এক্সাম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টার্ন করার সুযোগ মিলবে। তারপরেই চিকিৎসকের শংসাপত্র, রেজিস্ট্রেশন মিলবে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই লাগু হতে পারে এই নতুন নির্দেশিকা।
ইতিমধ্যে মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। এই নিয়ে দেশের মেডিকেল কলেজগুলির সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠক করা হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “ন্যাশনাল এক্সিট এক্সাম বিষয়ে আমাদের নিয়ে একটি বৈঠক হয়েছে। এমবিবিএস উত্তীর্ণদের এই পরীক্ষা দিতে হবে। এই বিষয়ে আরো তথ্য আমরা জানছি। নতুন এই নির্দেশিকা চালু হলে মেডিকেল কলেজগুলিকে কী কী করতে হবে? কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, কী পদ্ধতিতে পরীক্ষা হবে, ছাত্রছাত্রীদের কোন কোন বিষয়গুলি নিয়ে সচেতন থাকতে হবে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে বৈঠকে।
উল্লেখ্য বর্তমানে চিকিৎসক হতে গেলে একজন পড়ুয়াকে সাড়ে চার বছরের এমবিবিএস কোর্স সম্পূর্ণ করার পর এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক হিসেবে কাজ করতে হয়। তারপরেই মেডিকেল ইউনিভার্সিটি পক্ষ থেকে সার্টিফিকেট ও চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হয়। এই রেজিস্ট্রেশন নম্বর ও শংসাপত্র পেলেই এমবিবিএস কোর্স সম্পূর্ণ করার পর চিকিৎসক হওয়া যায়। কিন্তু মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে এই নিয়মের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে এবার।