খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার বিকেলে তাঁর ফুরফুরা শরিফের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজ্যের কাছে নিরাপত্তা চেয়েছিলেন, না পেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন নওশাদ। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্র সরকারকেই নওশাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তবে কী পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ।
শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে নওশাদের বাড়িতে যান স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নওসাদের বাড়ি পৌঁছে গেলেন জওয়ানরা। জানা গেছে, এখন নওসাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৭ জন জওয়ান। তাঁদের মধ্যে পাঁচজনই সশস্ত্র।
উল্লেখ্য পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়েই একাধিকবার আক্রান্ত হয়েছেন নওশাদ। তাতে তাঁর নিরাপত্তার দাবি জোরালো ভাবে করেছিল তাঁর দল আইএসএফ। কিন্তু সেই দাবি মানেনি কেন্দ্র বা রাজ্যের কোনও শাসকদল। তারপরই হাইকোর্টে মামলা করেন তিনি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় জয় পেলেন বিধায়ক। হাইকোর্টের নির্দেশে রবিবার তাঁর বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।