খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, কাঠমান্ডু: আস্থাভোটে হেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড। শুক্রবার পার্লামেন্টে আয়োজিত আস্থাভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেন না তিনি। ২৭৫ আসনের সংসদে মাত্র ৬৩টি ভোট পান তিনি। বিপক্ষে ভোট পড়ে ১৯৪টি। যার জেরে মাত্র ১৯ মাসের মধ্যে সরকার পড়ে গেল নেপালে।
আস্থা ভোটে জিততে প্রয়োজন ১৩৮ ভোট। ২০২২ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৬৯ বছর বয়সি প্রচণ্ড। তার পর থেকে এখনও পর্যন্ত ৪ বার আস্থাভোট হয়েছে নেপালে। প্রতিবারই জিতে গিয়েছিলেন তিনি।
তবে গত ৩ জুলাই প্রচণ্ড সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল)। এর জেরে ফের আস্থাভোটের মুখে পড়তে হয় প্রচণ্ড সরকারকে। কিন্তু এবার পরাস্ত হলেন তিনি। প্রচণ্ড সরকারের পতনের পর এবার কেপি শর্মা ওলি নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে অনুমান করা হচ্ছে।