ভাগ্নের কুপ্রস্তাবে সায় না দেওয়ায় অ্যাসিড হামলার শিকার মামি, গ্রেপ্তার অভিযুক্ত

0
18

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, বর্ধমান: ভাগ্নের কুপ্রস্তাবে সায় না দেওয়ায় অ্যাসিড হামলার শিকার হতে হল মামিকে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঝামুটপুর গ্রামের ঘটনা।  এই ঘটনায় ভাগ্নের মা অর্থাৎ নির্যাতিতার ননদও জড়িত। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল গোপাল দাস ও চন্দনা দাস।

সোমবার তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেয়। ঝামটপুর গ্রামের ৪৭ বছরের ওই মহিলা তখন বাড়িতে একাই ছিলেন৷ অভিযোগ, নির্যাতিতা বাড়িতে একলা থাকার সুযোগে অভিযুক্ত গোপাল ওই মহিলা অর্থাৎ মামার বাড়িতে ঢোকে। অভিযোগ, সে সময় গোপাল তাঁর মামিকে কুপ্রস্তাব দিয়ে ধর্ষণ করতে উদ্যত হয়।

ভাগ্নের প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে মামি তাকে অপমান করে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। স্বামী বাড়ি ফিরলে বিষয়টি তাকে জানান ওই মহিলা। স্বামী-স্ত্রী দু’জন মিলে রবিবার গোপালদের বাড়িতে যান। অভিযোগ, সেসময় গোপাল ও তার মা চন্দনা দাসের সঙ্গে নির্যাতিতার কথা কাটাকাটি হয়। সেই সময় তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয় বলেও অভিযোগ। মহিলা গুরুতর জখম হন।

তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়। রবিবারই কেতুগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন৷ তার ভিত্তিতে রবিবার রাতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃত দু’জনকে সোমবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here