হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে প্রয়াত নেতাজির ভাইপো অর্ধেন্দু বসু

23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ অগাস্ট, মুম্বইঃ প্রয়াত হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো অর্ধেন্দু বসু । সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে প্রাক্তন অভিনেতা তথা মডেল বর্ষীয়ান অর্ধেন্দুর।

নেতাজির ভাই শৈলেশ চন্দ্র বসুর ছেলে ছিলেন অর্ধেন্দু। মুম্বইয়ে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন। স্ত্রী কারমিন বসু তাঁর মৃত্যুর খবর জানান ৷

অর্ধেন্দুই বসু পরিবারের একমাত্র সদস্য যিনি মুম্বইতে জন্মগ্রহণ করেন ৷ সেখানেই তাঁর বেড়ে ওঠা ৷ তিনি তাঁর কাকাকে নিয়ে খুবই গর্বিত ছিলেন। দেশের জন্য নেতাজির আত্মত্যাগ তাঁকে ভীষণভাবে উদ্বুদ্ধ করত৷ পেশায় মডেল হলেও বেশ কিছু ফিল্মে অভিনয় করেছেন অর্ধেন্দু ৷

তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, মেরা ইয়ার মেরা দুশমন, কৌন? ক্যায়সে?, বিষকন্যা, আখরি বাজি, কোবরা এবং শিংগোরা ইত্যাদি ৷ ‘বিষকন্যা’ এবং কালকূটের মতো বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

যদিও তিনি জনপ্রিয়তা পান বম্বে ডাইং-এর বিজ্ঞাপনের জন্য ৷ একটা সময়ে তিনি ছিলেন বম্বে ডাইং-এর অত্যন্ত পরিচিত মুখ ৷ অনেকে তাঁর নাম দিয়েছিলেন বম্বে ডাইং ম্যান ৷ স্ত্রী ছাড়াও অর্ধেন্দু রেখে গেলেন একমাত্র পুত্র নেদাল বসুকে ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সকলেই৷