খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই: স্কটল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারতে বিশ্বকাপ খেলা নিশ্চিত করল নেদারল্যান্ডস। শুরুতে বল হাতে পাঁচ উইকেট। পরে ব্যাট হাতে আগ্রাসী শতরান। কার্যত একার হাতে নেদারল্যান্ডসকে বিশ্বকাপের টিকিট এনে দিলেন বাস দ্য লিড। স্কটল্যান্ডের আগে থেকেই ছয় পয়েন্ট ছিল। এই ম্যাচে জিতলে নেদারল্যান্ডসেরও পয়েন্ট হত ছয়। ফলে বিশ্বকাপের টিকিট পেতে গেলে পার্থক্য থাকতে হত রান রেটে। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ২৭৭ তোলার পরে জানা যায়, রান রেটে স্কটিশদের টেক্কা দিতে ৪৪ ওভারের মধ্যে জিততে হবে নেদারল্যান্ডসকে। ৪২.৫ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ব্রেন্ডন ম্যাকুলেনের সেঞ্চুরি (১০৬), অধিনায়ক রিচি বেরিংটোনের হাফসেঞ্চুরির (৬৪) সৌজন্যে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটল্যান্ড। ১০ ওভারে ৫২ রানে পাঁচ উইকেট নেন দ্য লিড। ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের শুরুটা ভালো হলেও প্রয়োজন ছিল গতি বাড়ানোর। দুই ওপেনার বিক্রমজিৎ সিংহ এবং ম্যাক্স ও’দৌদ শুরুটা ভালো করলেও তাঁরা দু’জন ফিরতে রান তোলার গতি কিছুটা কমে যায়। কিন্তু দ্য লিড নামার পর রানের গতি হু হু করে বাড়তে থাকে। সাতটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৯২ বলে ১২৩ রানে আউট হলেও ততক্ষণে দলের বিশ্বকাপ নিশ্চিত করে দেন ডি লিড।