খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, নয়াদিল্লি: এবার আর সাদা-নীল নয়, গেরুয়া রং ‘গায়ে মেখে’ ছুটবে বন্দে ভারত ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন বন্দে ভারতের একটি ছবি টুইট করেছেন। সেই ছবিতেই ধরা পড়েছে আগামী দিনে নতুন বন্দে ভারতের রং গেরুয়া। রেলমন্ত্রী জানিয়েছেন, দেশের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন বন্দে ভারতের রং বদলে গেরুয়া করা হচ্ছে। তবে পরীক্ষামূলক ভাবে এই রং বদলানো হচ্ছে বলে রেল সূত্রে খবর।
শনিবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-তে পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী। এ ছাড়াও দক্ষিণ রেলের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন। বন্দে ভারতে বেশ কিছু পরিবর্তনও আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। নিরাপত্তার নতুন পদ্ধতি নিয়েও কাজকর্ম চলছে। বন্দে ভারত এবং অন্যান্য ট্রেনেও এই নিরাপত্তা পদ্ধতি থাকবে বলেও জানিয়েছেন তিনি। ভারতে বর্তমানে ৫০টি বন্দে ভারত রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী আরও দুটি বন্দে ভারতের সূচনা করেছেন। সূত্রের খবর, বন্দে ভারতের টিকিটের দামও কমছে।