শ্রমিক ও যুব সংগঠনে নতুন সভাপতি,ফেসবুক পোস্ট তৃণমূল জেলা সভাপতির

438

কোচবিহার, ২১ জুন: দলের শ্রমিক ও যুব সংগঠনে নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হল। তবে মহিলা সভাপতি অপরিবর্তিত রয়েছেন। ফেসবুক পোস্ট কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওই খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, “কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি স্বপন বর্মন ও সহ সভাপতি সায়নদীপ গোস্বামী ,জেলা আইএনটিটিইউসি সভাপতি রাজেন্দ্র বৈদ,সহ সভাপতি স্বরাজ পঞ্চানন ও জাহাঙ্গীর আলি (জোকার), জেলা তৃণমূল মহিলা সভানেত্রী সূচিষ্মিতা দেবশর্মা কে অভিনন্দন ।”