যাদবপুরে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউ

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ অগাস্ট, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে।

শনিবার রাতে রাজ্যপাল ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. সিভি আনন্দ বোস ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে নিযুক্ত হলেন অধ্যাপক বুদ্ধদেব সাউ। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অধ্যাপক পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসনে থাকেন। যাদবপুর থেকেই পড়াশোনা করেছিলেন তিনি। তারপর অঙ্কের অধ্যাপক হিসেবে যোগ দেন। বহু বছর এই বিভাগে পড়াচ্ছেন বুদ্ধদেব সাহু।

চলতি সপ্তাহেই রাজ্যপালের সঙ্গে তাঁর উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা হয়। জল্পনা ছিল, আগামী সপ্তাহে তাঁকেই দায়িত্বভার তুলে দিতে চলেছেন রাজ্যপাল। এর মাঝেই শনিবার রাতে রাজভবনের তরফে ঘোষণা করা হয়, তিনিই অস্থায়ী উপাচার্য হিসেবে আগামিকাল থেকে দায়িত্ব সামলাবেন।

প্রসঙ্গত, ৩১ মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দেন সুরঞ্জন দাস। এরপর ৪ অগস্ট অস্থায়ী উপাচার্য ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তও ইস্তফা দেন। পরে জানা যায়, রাজ্যপাল বোসই তাঁকে বলেছেন ইস্তফা দিতে। এর পর আর নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী বা অস্থায়ী ভাবে কাউকে নিয়োগ করা হয়নি। তাই, উপাচার্যহীন হয়েই ছিল যাদবপুর।

তার মধ্যেই গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয়। সেই ঘটনার ১০ দিন কেটে যাওয়ার পর অধ্যাপক বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করলেন রাজ্যপাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here