কলকাতা, ১৪ জানুয়ারিঃ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন পার্কে শামসের মল্লিক পরিচালিত চ্যানেল ভিসোনের আয়োজনে হাজার এপিসোড পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত “নিউ ইয়ার জলসা” অনুষ্ঠানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সকল শিল্পীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করেছেন। এদিন সেখানে নাচ, আবৃত্তি, গান ও ছবি আঁকা সহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল ইডেন গার্ডেন পার্ক।
জানা গেছে, এদিন ওই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। যা আগামী দিনে মুক্তিপ্রাপ্ত হতে চলা বাংলা সিনেমা “জল্লাদ দা ওয়ারিয়ার” এর সম্পূর্ণ টিমের উপস্থিতি। এই অনুষ্ঠানে সিনেমার তারকারাও উপস্থিত থেকে উৎসবের আমেজ বাড়িয়েছেন। এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই ছিল না, বরং বাঙালি সংস্কৃতির একটি উৎসবও বলা চলে।