খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, বীরভূম: স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের জালে ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত নিউটন শেখ। বুধবার রাতে বীরভূমের বিষ্ণুপুর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র-সহ তাকে গ্রেপ্তার করে মাড়গ্রাম থানার পুলিশ। প্রসঙ্গত, গত বছর ২১ মার্চ খুন হন বরশাল গ্রামের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের ঘটনায় নিউটনের নাম উঠে এলেও গত এক বছর ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি বিয়ে করে সে। বুধবার রাতে মাড়গ্রামের বিষ্ণুপুরে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল সে। আগে থেকে খবর পেয়ে ফাঁদ পেতেছিল পুলিশ। শ্বশুরবাড়িতে ঢুকতেই গ্রেপ্তার করা হয় নিউটনকে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। এরপরেই অস্ত্র আইনে মামলা দায়ের হয় নিউটনের বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়।