খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন: দীর্ঘদিন ধরেই আমেরিকার বিভিন্ন শহরে দীপাবলি উদযাপনে মেতে ওঠেন প্রবাসী ভারতীয়রা । এবার এই উৎসবে আবহে নিউ ইয়র্কের স্কুল পড়ুয়ারাও ছুটি উপভোগ করবে । দীপাবলিতে আমেরিকার নিউ ইয়র্কের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করলেন মেয়র এরিক অ্যাডামস ।
এই ছুটি প্রসঙ্গে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, প্রতি বছর নিউ ইয়র্কের বহু মানুষ দীপাবলি উৎসব পালন করেন । ভারতীয় বংশোদ্ভূতদের পাশাপাশি স্থানীয়রাও দীপাবলিতে সরকারি ছুটির আবেদন জানিয়েছিলেন । সেই আবেদন মেনেই স্কুল পড়ুয়াদের ছুটি ঘোষণা করা হল ।
মেয়র এরিক অ্যাডামসের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল প্রবাসী ভারতীয় থেকে নিউ ইয়র্ক শহরের বাসিন্দারা । তবে স্কুল ছুটি থাকলেও দীপাবলিতে অফিস, কারখানা দীপাবলিতে বন্ধ থাকবে না বলে মেয়র অ্যাডামস জানিয়েছেন । উল্লেখ্য, দীপাবলির ছুটি নিউ ইয়র্কে ২০২৪ সাল থেকে চালু হবে ।