খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন নীলাদ্রি দাস। ৩০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বিশেষ সিবিআই আদালত। নাইসা কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। সেই নাইসার দায়িত্ব ছিল স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওএমআর শিট তৈরি করা। তার বিরুদ্ধে ওএমআর শিট (উত্তরপত্র) বিকৃত, নম্বর হেরফের করার অভিযোগ উঠেছিল।
সিবিআইয়ের দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে যোগসাজশে ২০১৫ সাল থেকে নিয়োগ দুর্নীতিতে লিপ্ত ছিলেন নীলাদ্রি। নাইসার আধিকারিক পদে থেকেও নীলাদ্রি ২০১৫ সালেই উত্তরপ্রদেশের নয়ডায় ‘এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড’ নামে অন্য একটি সংস্থা খুলেছিলেন।
নাইসার পাশাপাশি ওই সংস্থার মাধ্যমেও ‘ওএমআর শিট’ বা উত্তরপত্রের নম্বর বিকৃত করা হয়েছে বলে তদন্তকারীদের দাবি। সিবিআই সূত্রের খবর, নীলাদ্রির অধীনে একঠি দালালচক্র সক্রিয় ছিল। শিক্ষা ছাড়াও রাজ্য পুলিশ, খাদ্য দফতর, রেল ও সেনাবাহিনীতে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি কালো টাকা লুটের অভিযোগও উঠেছে নীলাদ্রির বিরুদ্ধে।
শনিবার নীলাদ্রির জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। আদালতে তিনি বলেন, নীলাদ্রির বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের কোনও অভিযোগ নেই। চার্জশিটও হয়ে গিয়েছে। মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করবেন। এর পর নীলাদ্রি দাসকে ৩০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেন বিচারক।