খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই, নয়াদিল্লি: মণিপুর নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’। একই বিষয়ে আলাদা করে অনাস্থা প্রস্তাব পেশ করেছে কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-ও। ‘ইন্ডিয়া’র হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অধিবেশন শুরুর দিন থেকেই বিক্ষোভ শুরু করেছিল বিরোধীরা। মঙ্গলবারই বিরোধী জোট ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার। এমনকী সোমবার বিরোধী সাংসদরা ধরনাও দিয়েছেন বহু বিরোধী সাংসদ। কিন্তু তাতেও প্রধানমন্ত্রী বিবৃতি দিতে রাজি হননি।
অবশেষে আনা হল অনাস্থা প্রস্তাব। বিরোধীরা মনে করছে, অনাস্থা প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে সরকারের বিরুদ্ধে। কারণ সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ এড়ানো প্রধানমন্ত্রীর পক্ষে কঠিন।