বোলপুর, ২৮ জুলাই: ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কারও নাম যেন বাদ না যায়— এ নিয়ে সোমবার বোলপুরে প্রশাসনিক সভা থেকে বুথ লেভেল অফিসারদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় বিএলওদের ভূমিকা, এসআইআর প্রশিক্ষণ ও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও সুর চড়ালেন তিনি।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য,“বিএলওরা রাজ্য সরকারের কর্মী। নির্বাচন কমিশন ভোট মিটে গেলে আর থাকবে না, কিন্তু বাংলা সরকার থাকবে। তাই রাজ্যের নাগরিকদের নাম যেন ভুল করে বাদ না যায়, সেটা নিশ্চিত করতে হবে আপনাদের।”
তিনি আরও বলেন,“কেউ চার দিন কোথাও ঘুরতে গেলে তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দেখতে হবে ওই ব্যক্তি সত্যিই এই রাজ্যের ভোটার কি না।”
সভা থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি নিয়েও পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এসআইআর নিয়ে এখনও বাংলায় আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, বিএলওদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কিছু BLO-কে দিল্লিতে পাঠিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে এবং জেলার স্তরে প্রশিক্ষণ চলমান।
এই প্রেক্ষাপটে জেলা শাসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অভিযোগমূলক মন্তব্য, “পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ হাজার লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথচ আমি বা মুখ্যসচিব কেউই তা জানতাম না। জেলা শাসকেরা নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন।”
রাজ্য সরকারের তরফে বারবার বলা হচ্ছে, কোনও নাগরিক যেন প্রশাসনিক অবহেলার কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন। মুখ্যমন্ত্রীর এদিনের বার্তা রাজ্যের ভোটার সুরক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।




