খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, তুফানগঞ্জঃ নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তুফানগঞ্জ ইউনিটের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার তুফানগঞ্জ শহরের আবাহন হলঘরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন তুফানগঞ্জ পুরসভার চেয়ার পার্সন কৃষ্ণা ইশোর।
সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল কো অর্ডিনেশন অফ ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সংঘঠনের কার্যকরী সভাপতি গোপাল দত্ত, তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সভাপতি কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক নিত্যেন্দ্র চন্দ্র দে সহ অন্যান্যরা। নর্থবেঙ্গল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের তুফানগঞ্জ ইউনিটের অন্যতম কর্মকর্তা সুকান্ত সাহা জানান, সংঘঠনের উদ্যোগে আগামীদিনে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে উত্তরবঙ্গের বিভিন্ন মহকুমা শহরে। ইতিমধ্যে ১৭ টির মতো ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে।