খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, শিলিগুড়ি: এবার উত্তরবঙ্গ নিয়ে বঞ্চনার সুর শোনা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়। বিশিষ্ট টেবিল টেনিস তারকা অর্জুন মান্তু ঘোষের সঙ্গে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি বঞ্চনার কথা না বললেও মেয়র বলেন, ‘সবসময় আমাদের উত্তরবঙ্গ একটু কম ফোকাসড হয় বলে আমাদের মনে হয়। সবদিকেই একটু আন্ডাররেটেড থাকে। উত্তরবঙ্গ হলেই কেমন যেন পিছিয়ে পড়া-পিছিয়ে পড়া আমাদের মনে হয় বিভিন্ন ক্ষেত্রে।ֹ’
আর এতেই জল্পনা শুরু হয়েছে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর নবগঠিত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন গৌতম দেব। তৃণমূলের দাবি তাঁদের আমলে উত্তরবঙ্গের বিপুল উন্নয়ন হয়েছে। এমন পরিস্থিতিতে কেনই বা মেয়রের মুখে বঞ্চনার কথা উঠে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও মেয়রের এহেন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। শংকরবাবু জানান, তৃণমূলের অনেকেই প্রকাশ্যে না হলেও এই কথা বিশ্বাস করেন যে উত্তরবঙ্গ বঞ্চিত। শংকরবাবু জানান, উত্তরবঙ্গের জন্য তিনি ও বিজেপির অন্যান্য বিধায়করা একযোগে কাজ করে চলেছেন।