খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাই, জলপাইগুড়ি: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়িতে। জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৯ জন। জলপাইগুড়ি পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রের খবর।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন, “আক্রান্তের বাড়িতে গিয়ে কোথাও জল জমে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে । স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”