খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, দক্ষিণ দিনাজপুর: বুথ দখল করে অবাধে ছাপ্পা ভোট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৪১ নম্বর হাপুনিয়া বুথের ঘটনা।
এলাকার ভোটারদের অভিযোগ তারা ভোট দিতে ওই বুথে গেলে তাদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার এমনকি শাসক দলের প্রার্থী ভোটারদের কামড়ে দেয় বলে অভিযোগ। পাশাপাশি অবাধে ছাপ্পা ভোট দিয়ে চলেছে তৃণমূল কর্মীরা।যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত রকমের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্যদিকে, বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দক্ষিণ সুকদেবপুরে ১৭৮ নম্বর বুথে। বিজেপি প্রার্থী রীনা রায় ও তাঁর স্বামীর অভিযোগ, তাঁরা তাঁদের পোলিং এজেন্টদের নিয়ে ওই কেন্দ্রে গেলে তাঁদের বাধা দেয় তৃণমূল। তাদের বুথে তো ঢুকতেই দেওয়া হয়নি এমনকি প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। বাধার মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হন বিজেপি প্রার্থী ও তাঁর স্বামী। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের সৈয়দপুর এলাকার বেজপুকুর এফপি ৩ নং বুথে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতি হাতেম আলির স্ত্রী ওই বুথের প্রার্থী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ। প্রশাসনের তরফে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে। ওই বুথে রি-পোলিং শুরু হবে বলে খবর।