খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, কলকাতা: “উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল। ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি।” বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের দুবদাতে পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা থেকে বিস্ফোরক দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু আরও দাবি করেন,”তৃণমূল আমার কোনও পদ কাড়েনি। মন্ত্রিত্ব চেয়ারম্যান পদ সব ছিল। কিন্তু আমি সব ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। বাংলাকে বাঁচাতে হবে বলে।”
বিরোধী দলনেতার দাবি, “২০২০ সালে আমাকে উপমুখ্যমন্ত্রিত্বের অফারও দিয়েছিল। কিন্তু আমি সব ছুঁড়ে দিয়ে চলে এসেছি।” বিরোধী দলনেতার এই মন্তব্যের পালটা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘এসবই কাল্পনিক গল্প কথা। উনি নিজে উপমুখ্যমন্ত্রীর পদ চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে না করে দেওয়া হয়েছিল। ’ প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু।