খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, শিলিগুড়িঃ
নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। ধৃতের নাম মধুসূদন মানি(৭৬)।
জানা গিয়েছে, সুভাষপল্লি এলাকায় অভিযুক্তের একটি দোকান রয়েছে। গতকাল এক নাবালিকা সেই দোকানে কিছু জিনিস নিতে যায়। সেই সময় অভিযুক্ত তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কোনও রকমে নাবালিকা সেখান থেকে পালিয়ে তার বাড়িতে গিয়ে পুরো বিষয়টি জানালে তৎক্ষণাৎ ওই ব্যক্তির বিরুদ্ধে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ।