মাথাভাঙ্গা, ২৯ অক্টোবরঃ ফের যাত্রী ওঠানো নামানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় চাঞ্চল্য।আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।এদিন মারধরের ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মারধরের ঘটনায় মাথা ফেটে হাসপাতালে চিকিৎসাধীন ই-রিক্সা চালক বিষ্ণু বর্মন।
এই বিষয়ে বিষ্ণু বর্মন জানান, শীতলকুচির জটামারিতে প্যাসেঞ্জার উঠিয়েছিল সে, তবে পঞ্চানন মোড় আসার পর তাকে মারধর করা হয় এবং মাথা ফেটে যায় তার।বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানান।
অপরদিকে অটো চালকদের অভিযোগ, ব্লক পারমিট থাকার পরও ই-রিক্সা চালকেরা শীতলকুচি এবং মাথাভাঙ্গা রুটে যাত্রী ওঠাচ্ছে। ফলে যাত্রীহীনভাবে চলতে হচ্ছে অটো চালকদের।যাত্রী ওঠানোকে কেন্দ্র কথাকাটাকাটি হলে ইরিক্সা চালক এক অটো চালককে মারধর করে হাত ভেঙ্গে দেয় বলে পাল্টা অভিযোগ তাদের।
এদিকে মারধরের ঘটনায় পুলিশ দুই জন অটো চালক এবং দুজন ইরিক্সা চালক অর্থাৎ মোট চার জনকে আটক করেছে।
এদিকে মারধরের ঘটনা এবং আটক অটো চালকদের মুক্তির দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন অটো চালকরা।বিক্ষোভের খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে কথা বললে বিক্ষোভ উঠিয়ে নেয় অটো চালকরা।তবে যতক্ষণ অটো চালকদের মুক্তি না দেওয়া হবে ততক্ষণ অটো চালানো তারা বন্ধ রাখবেন বলে জানান।
আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক জানান, অটো এবং ই-অটো চালকদের মধ্যে বেশকিছুদিন ধরেই সমস্যা হচ্ছে তবে বেশ কয়েকবার বসে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।তবে আজ যে মারধরের ঘটনা ঘটেছে তা মোটেই অভিপ্রেত নয়। খুব শীঘ্রই দুপক্ষকে মধ্যস্থতায় করে মিমাংসার চেষ্টা করা হবে যাতে এরকম ঘটনা পরবর্তীতে আর না ঘটে।