মালদা, ২৮ জুলাই : শ্মশান থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার কন্যাডুবি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ওই ঘটনায় শোকের ছায়া ওই পরিবারে ও এলাকায়।
জানা যায়, গলায় ৪৪০ ভোল্টের তার জড়িয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গেছে মৃতের নাম সুশান্ত সিংহ। গতকাল রাত্রে পাশের গ্রামের এক ব্যক্তি মারা যায়। শ্মশান যাত্রী হিসেবে অন্যান্য গ্রামবাসীদের সাথে সুশান্ত সিংহও গিয়েছিল। ভোর রাত্রে শ্মশান থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, গভীর রাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এলাকায়। এই কারণে রাস্তার ধারে থাকা একটি পুকুরে শিশু গাছ ৪৪০ ভোল্টের ইলেকট্রিক তার নিয়ে উল্টে যায় রাস্তার উপর। আর সেই তার বুকে এবং হাতে জড়িয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে সুশান্ত সিংহের।পরে খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে তার কেটে সুশান্ত সিংহের দেহ উদ্ধার করে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাজুড়ে।




