প্রাইভেট ব্যাংকের কিস্তি উদ্ধারে প্রকাশ্য গুন্ডামি, আতঙ্কে গ্রাহকরা

20

শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ শহরের বিভিন্ন প্রাইভেট ব্যাংকের কিস্তি আদায়ের নিয়ম নাকি সড়কেও চলে এসেছে। কিস্তি বাকি থাকা গ্রাহকরা যে কোনো মুহূর্তে ব্যাংকের পোষ্য এজেন্টদের হুমকি ও মারধরের মুখোমুখি হতে পারেন এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে শহরের সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, কিছু বেসরকারি ব্যাংক এজেন্টদের মাধ্যমে গ্রাহকের বাড়ি বা রাস্তার মধ্যেই কিস্তি আদায় করে। এজেন্টরা যদি গ্রাহককে বাড়িতে না পান, তবে তারা সড়কে দাঁড় করিয়ে গালাগালাজ বা শারীরিক হুমকি দিয়ে কিস্তি আদায় করার চেষ্টা করে। কিস্তি না দিলে ব্যাংকের লোনে কেনা গাড়ি বা বাড়ি জব্দ করার ভয় দেখানো হয়। অনেক ক্ষেত্রে মারধরের ঘটনা পর্যন্ত ঘটেছে।

মঙ্গলবার সেবক রোডে এমনই একটি ঘটনা ঘটে। একটি প্রাইভেট ব্যাংকের এজেন্ট গ্রাহককে গাড়িতে তুলে নিয়ে কিস্তি আদায়ের চেষ্টা করেন। পথেই গ্রাহককে থামিয়ে হুমকি দেওয়া হয়,মধ্যবর্তীতে যানজটও তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান,এই ধরনের প্রকাশ্য দাপাদাপি ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তারা প্রশ্ন তুলছেন,ব্যাংক কতটা তাদের এজেন্টদের কর্মকাণ্ডের জন্য দায়ী এবং এই হুমকির বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কি নেওয়া হচ্ছে কি না।

পুলিশ জানিয়েছে,অভিযোগ পেলে তদন্ত শুরু হবে এবং ব্যাংক ও এজেন্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে গ্রাহকরা আশঙ্কা প্রকাশ করেছেন,এ ধরনের ঘটনা চলতে থাকলে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে নিরাপত্তাহীনতার মুখোমুখি হবে।