খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, বেঙ্গালুরু: বিরোধীদের জোটের নয়া নাম ঠিক হয়ে গেল বেঙ্গালুরুর বৈঠকে। এই জোটের নাম হল ‘ইন্ডিয়া’। জানা গেল, ইন্ডিয়া ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ INDIA হিসেবে পরিচিত পাবে এই মেগা জোট। বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নয়া জোটের নাম ঘোষণা করেছেন।
সূত্রের খবর, বিরোধী দলগুলিকে জোটের নাম প্রস্তাব করতে বলা হয়েছিল, যার মধ্যে ‘ভারত’ অর্থাৎ ‘ইন্ডিয়া’ শব্দটি থাকবে। ট্যাগ লাইন হবে; ইউনাইটেড উই স্ট্যান্ড। জানা গেল জোটের নাম চূড়ান্ত। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল জোটের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স।
তবে বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গে জানালেন ২৪-এর ভোটে এনডিএ-র বিপক্ষে বিরোধী জোটের নাম হিসেবে সিলমোহর পড়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সে। তিনি আরও জানান, মহারাষ্ট্রের মুম্বইয়ে হবে জোটের পরবর্তী বৈঠক।