মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিল ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল

28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুলাই, ইম্ফলঃ মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ২১ জন সাংসদ। হিংসাবিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে ‘ইন্ডিয়া’র একটি প্রতিনিধি দল শনিবারই সে রাজ্যে পৌঁছয়। রবিবার সকালেই মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন বিরোধী সাংসদরা।  পাশাপাশি কেন্দ্রের কাছে তাঁদের তরফে পেশ করা অনাস্থা প্রস্তাব নিয়েও দ্রুত আলোচনার দাবি করেছেন তাঁরা।

স্মারকলিপি তুলে দেওয়ার পর অধীর চৌধুরী জানান, ২১ জন সাংসদ আলাদাভাবে স্মারকলিপি তুলে দিয়েছেন রাজ্যপালের হাতে। রাজ্যপাল তাঁদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন বলেও জানিয়েছেন। অধীর আরও জানান, রাজ্যপাল তাঁদের সব দলকে নিয়ে একটি প্রতিনিধি দল গড়ে মণিপুরে আসার প্রস্তাব দিয়েছেন এবং সঙ্কট কাটাতে রাজ্যের সব সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলতে বলেছেন।

শনিবারই মণিপুরের হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেন প্রতিনিধি দল। নির্যাতিতাদের পরিবারের সঙ্গে কথা বলেন। বিভিন্ন অস্থায়ী শিবির ঘুরে দেখার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

প্রতিনিধি দলের মণিপুর সফর নিয়ে অবশ্য কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর শনিবার বলেন, ‘‘বিরোধীরা মণিপুরের পরিস্থিতিকে হাতিয়ার করে অস্থিরতা তৈরি করতে চাইছে।’’ বিরোধী সাংসদেরা মণিপুরে ছবি তোলাতে গিয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি।

প্রসঙ্গত, ৩ মে থেকে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। যার জেরে এখনও ১৬০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি বাসিন্দা।