খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ অগাস্ট, লখনউঃ ফের খবরের শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ। গত ১৬ মাসে হাসপাতালে চিকিৎসার জন্য আসা অন্তঃসত্ত্বা মহিলাদের মধ্যে অন্তত ৬০ জন এইচআইভি পজিটিভ ! উত্তরপ্রদেশের মিরাটের সরকারি হাসপাতালের এই তথ্য সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।
মিরাটের লালা লাজপত রাই মেডিকেল কলেজের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার থেকে এডস আক্রান্তের ঘটনা প্রকাশ্যে এসেছে। দেখা গেছে প্রসবের জন্য হাসপাতালে আসা ৬০ জনেরও বেশি মহিলা এইচআইভিতে আক্রান্ত হয়েছেন।
এঁদের মধ্যে অন্তত ৩৫ জন ইতিমধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন। এআরটি সেন্টারের তথ্য বলছে, ২০২২-২৩ সালের মধ্যে লালা লাজপত রাই হাসপাতালে ৩৩ জন প্রসূতির দেহে এডসের ভাইরাস মিলেছে। ৩৫ জন প্রসূতি আগেই এডসে আক্রান্ত হয়েছিলেন।
সংক্রামিত মহিলারা প্রত্যেকে হাসপাতালের এআরটি সেন্টারে ভর্তি রয়েছেন। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। কিন্তু যেসব মহিলারা ইতিমধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন সেই ক্ষেত্রে শিশুগুলির বয়স দেড় মাস হওয়ার পর তাদের প্রত্যেকের এইচআইভি পরীক্ষা করা হবে বলে এআরটি সেন্টারের নোডাল অফিসার জানিয়েছেন।মিরাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অখিলেশ মোহন প্রসাদ জানিয়েছেন, মহিলারা কী ভাবে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।