আবহাওয়া অনুকূল থাকায় মরশুমের শুরুতেই আমন ধান রোপণের কাজ শুরু মালদায়

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, মালদা: চলতি মরশুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে ধান চাষ হওয়ার সম্ভাবনা মালদায়। আবহাওয়া অনুকূল এবং পর্যাপ্ত বৃষ্টিপাত এ বছর ধান চাষের পক্ষে খুবই উপযোগী হয়ে উঠেছে। মরশুমের শুরুতেই মালদা জেলার বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ইতিমধ্যে কৃষকেরা ধান রোপণ শুরু করেছেন।

গত মরশুমে বৃষ্টিপাতের ঘাটতি থাকায় সঠিক সময় ধান রোপণ করা সম্ভব হয়নি। এবছর মরশুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টিপাত জেলার ধান চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। ইতিমধ্যে মালদা জেলার বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে আমন ধান রোপণ করার কাজ। জেলার মূলত হবিবপুর, বামনগোলা, গাজোল ও পুরাতন মালদা এই সমস্ত ব্লকগুলিতে আমন ধান চাষ সবচেয়ে বেশি হয়।

জেলার বরিন্দ এই এলাকায় আমন ধান চাষ ভালো হলেও এখনো পর্যন্ত বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল এই এলাকার ধান চাষা। পাশাপাশি জেলার ইংরেজবাজার, কালিয়াচক-৩ ও চাঁচল সহ অন্যান্য ব্লকগুলিতেও আমন ধান চাষ হয়ে থাকে। মালদা জেলায় জুলাই মাসের প্রথম থেকে শুরু করে আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমন ধান রোপণ করার সঠিক সময়।

মালদা জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে মালদা জেলায় এক লক্ষ ৪৭ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বীজতলা তৈরির যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তার থেকে বেশি পরিমাণ জমিতে এই বছর আমন ধানের বীজতলা তৈরি হয়েছে। এই বছর মোট বীজতলা তৈরি হয়েছে ১৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে।

লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি পরিমাণ জমিতে বীজতলা তৈরি হয়েছে। বীজতলা বেশি পরিমাণে তৈরি হওয়ায় এই বছর ধানের রোপণও বেশি পরিমাণে হবে। কৃষি দপ্তরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে এই বছরের আমন ধান চাষ। ইতিমধ্যে জেলার ৪৭৫ হেক্টর জমিতে ধানের রোপণ সম্পূর্ণ করেছেন কৃষকেরা।

গত এক সপ্তাহ ধরে বৃষ্টিপাতের সামান্য ঘাটতি দেখা দিয়েছে মালদা জেলায়। পর্যাপ্ত বৃষ্টিপাতের থেকে দুই মিলিমিটার কম বৃষ্টিপাত হয়েছে। তবে মরশুমের শুরুতেই ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় জমিতে জল ধরে গিয়েছে। তাই এই সময়ে সামান্য বৃষ্টিপাত কম হলেও তেমন সমস্যা হবে না বলে জানাচ্ছেন কৃষি দপ্তরের কর্তারা।

এদিকে বীজতলায় ধানের চারায় রোগ দেখা দিয়েছে বেশ কিছু এলাকায়। যদিও কৃষকদের দাবি ধান রোপণ করতে গেলে এই রোগ আর থাকবে না। তবে বীজতলায় চারা গাছে রোগ ধরায় অনেক গাছ মারা যাচ্ছে। এতে কিছুটা হলেও লোকসান হচ্ছে কৃষকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি পেভার ব্লকের রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ

কোচবিহার,১৭ এপ্রিল: ২ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে ১৫৬০ মিটার পেভার ব্লকের পাকা রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ...

ফের ফালাকাটার লোকালয়ে জোড়া বাইসন হানা, আতঙ্কিত এলাকাবাসী

আলিপুরদুয়ার, ১৭ এপ্রিল: সাত সকালে জোড়া বাইসনের তাণ্ডব আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। বাইসনের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই গ্রামবাসী।...

ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশী দুষ্কৃতীদের,ফের বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ মন্ত্রী উদয়নের

দিনহাটা, ১৭ এপ্রিল: বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর পরে ক্ষেপে গিয়ে ভারতীয় কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। এই...

অবশেষে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত থেকে ভারতীয় কৃষককে উদ্ধার করল বিজিবি,সোস্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

মনিরুল হক, কোচবিহার: দীর্ঘ টানা পোড়েনের মাঝে শেষ পর্যন্ত অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মনকে বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার...