খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই: পাবজি খেলতে গিয়ে প্রেম! আর সেই প্রেমের টানে সীমানা পার করে গ্রেটার নয়ডায় চলে এলেন পাক তরুণী। সঙ্গে এনেছিলেন চার সন্তানকেও।
বেআইনিভাবে চার সন্তানকে নিয়ে ভারতে থাকার অভিযোগে ওই পাক তরুণীকে আটক করেছে পুলিশ। গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার সাদ মিয়াঁ জানিয়েছেন, পাবজি খেলার সূত্রেই গ্রেটার নয়ডার বাসিন্দা শচীনের সঙ্গে আলাপ হয় সেই পাক তরুণীর। ধীরে ধীরে দু’জনের বন্ধুত্ব বাড়ে। সেখান থেকে প্রেম। শেষে প্রেমিকের সঙ্গে সংসার পাতার স্বপ্ন নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন তিনি। সঙ্গে আনেন চার সন্তানকেও। গ্রেটার নয়ডায় একটি বাড়ি ভাড়া নিয়ে ওই তরুণীর সঙ্গে থাকতে শুরু করেন শচীন। কিন্তু তাঁদের কাছে সেখানে থাকার উপযুক্ত কাগজপত্র ছিল না। আর সেই অভিযোগেই ওই তরুণীকে চার সন্তান সহ আটক করা হয়। আটক করা হয়েছে শচীনকেও। শুধু কি প্রেমের টানেই তিনি ভারতে এসেছিলেন নাকি তাঁর অন্য কোন উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।